বাসাইলে উঠান বৈঠক অনুষ্ঠিত

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭ | ৬৩০

 “ছেলের ২১, মেয়ের আঠার এর আগে নয় বিয়ে কারো”। এই শ্লোগান সামনে রেখে গতকাল ৫ অক্টোবর বিকেলে বাসাইলের বালিনা মহিলা কল্যাণ সমিতি আয়োজনে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, প্রাচার, যৌতুক, জঙ্গীবাদ প্রতিরোধ ও জাতীয় আইন সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাসাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য মনোয়ারা বেগম এমপি, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী প্রমূখ।