কালিহাতীতে ১২টি দোকান আগুনে পুড়ে ছাই

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩০ পিএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫২৬
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তরীপাড়া বাজারে আগুন লেগে বারোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বাজারের ব্যবসায়ীরা ও মার্কেটের মালিক কায়েম উদ্দিন জানান, লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক ক্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দুপুর বেলায় কেউ না থাকায় আগুন চার দিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকান গুলো হলো, নুরমোহাম্মদের লেপ তোষকের দোকান, আলতাফ হোসেনের কাপড়ের দোকান, মোহাম্মদ আলী, সিরাজ, মোতালেব, জয়দেব এর মুনাহারীর দোকান, কবির হোসেনের মোবাইল-কম্পিউটারের দোকান, রফিকুল, আমলগীর, আফছার আলীসহ বারোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার ও বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।