অবশেষে হেরে গেল হংকং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪৫

এশিয়া কাপে আজ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবার হংকং-এর বিরুদ্ধে কোনও রকমে জিতল রোহিত শর্মার ভারত।  হংকং-এর বিরুদ্ধে হেলায় জয় নয়, বরং কষ্টার্জিত জয় পেল টিম ইন্ডিয়া৷ শেষ পর্যন্ত হংকংকে ২৬ রানে হারাল শিখর ধাওয়ানরা।

রেকর্ড ওপেনিং পার্টনারশিপে হংকং-এর নিজাকত ও অংশুমানের দুরন্ত ব্যাটিং ব্যাকফুটে ঠেলে দেয় ভারতীয় বোলারদের৷ ওপেনিং জুটিতে ১৭৪ রান তুলে একদিনের ক্রিকেটে ইতিহাস গড়ল হংকং৷ এখনও পর্যন্ত ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছে তারা৷ কিন্তু এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হংকং-এর৷ সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থামেন নিজাকত৷

তবে হংকং-এর ওপেনিং জুটি ভাঙেন কুলদীপ যাদব৷ ইনিংসের ৩৪ তম ওভারে প্রথম উইকেট হারায় হংকং৷ ব্যক্তিগত ৭৩ রানে হংকং অধিনায়াক অংশুমানকে ড্রেসিংরুমে ফেরান চায়নাম্যান৷ পর পর হংকং-এর দুই ওপেনার ড্রেসিংরুমে ফিরতেই তাদের লড়াই ফিকে হয়ে যায়৷ নিজাকতকে আউট করেন খলিল আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে খলিলের প্রথম শিকার। মঙ্গলবারই  ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় রাজস্থানের ২০ বছর বয়সী এই বাঁ হাতি পেসার।

 

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান হংকং অধিনায়ক অংশুমান রথ৷ ভারতীয় ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দেন শিখর ধাওয়ান৷ বিধ্বংসী শিখরকে দেখা না গেলেও ১০৫ বলে এদিন শতরান কতরেন শিখর। শেষ পর্যন্ত ১২০ বলে ১২৭ রান করে আউট হন তিনি৷ ওয়ান ডে কেরিয়ারে ১৪ তম শতরান করে যুবরাজকে ছুঁয়ে ফেলেন শিখর৷ পাশাপাশি সচিন তেন্ডুলকরের পর প্রথম ভারতীয় হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিতে ফের শতরান করলেন ধাওয়ান৷

 
২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিজাকত-অংশুমানের ওপেনিং পার্টনারশিপ ভারতকে কাঁপিয়ে দেয়। কিন্তু দুই ওপেনার ফিরে যেতেই কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের দাপটে ম্যাচে ফেরে ভারত। সেই সঙ্গে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে নজর কাড়লেন খলিল আহমেদ। ৩টি করে উইকেট নেন খলিল ও কুলদীপ। ২টি উইকেট নেন চাহল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে হংকং করে ২৫৮ রান৷ ২৬ রানে জয় পায় ভারত৷ শতরান করে ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান।