নাগরপুরে বিদ্যুৎ স্পৃস্টে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ স্পৃস্টে আব্দুল হক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা মধ্যাপাড়া গ্রামে এঘটনা ঘটে।
সে ওই গ্রামের মৃত শিতল মিয়ার ছেলে।
নিহত আব্দুল হকের ছেলে,মো.কাওছার মিয়া জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে তার পিতা বাড়ীর পশ্চিম পাশের বাশঝাড়ে উঠে বাশ কাটতে গেলে বাড়ীর পাশদিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সাথে জড়িয়ে পরে।
কিছুক্ষন পর সে মাটিতে পড়ে যায়। এসময় তার বাড়ীর লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আব্দুল হককে উদ্ধার করে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত ঘোষনা করেন।