কালিহাতীতে বজ্রপাতে নিহত ১; আহত ৪

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ৯৮২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা গ্রামের কুমারী বিলে মাছ ধরতে গিয়ে ১ জেলে নিহত ও ৪ জেলে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

১৩ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) ভোর ৫ টায় সিংনা গ্রামের কুমারী বিলে মাছ ধরতে গিয়ে ওই গ্রামের তায়েব আলীর ছেলে শুকর মাহমুদ(২৫) বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় নিহত শুকুর মাহমুদের সাথে থাকা আরোও চার জেলে আহত হন। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন, একই গ্রামের নাজিম উদ্দিন, কলিম উদ্দিন, শামসুজ্জামান ও সুমন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম জানান, চারজন আহতের মধ্যে কলিম উদ্দিন ও সামসুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুইজন সুমন ও নাজিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।