কালিহাতীতে ১৫৮টি পূজা মন্ডপ থেকে রোহিঙ্গাদের ত্রাণ প্রদান
 
												 
																			: টাঙ্গাইলের কালিহাতীতে ১৫৮টি শারদীয় দূর্গোৎসব মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক নগদ ৮০ হাজার টাকা রোহিঙ্গারে উদ্দ্যেশে প্রদান ও প্রতিটি মন্ডপে ত্রাণ তহবিল বাক্স স্থাপন করার ঘোষনা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী উপজেলা শাখার আহŸানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোলা, কালিহাতী থানা অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি সুদীব দত্ত মানু ও সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা সহ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গণ।
 
পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি সুদীব দত্ত মানু ও সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা জানান, বাংলাদেশে আশ্রিত মানবতা বিপন্ন নিপিরিত রোহিঙ্গা শরণার্থীদের পাশে এগিয়ে আসার জন্য সকল হিন্দু স¤প্রদায়কে আহবান জানান।
 
                         
 
             
            