ফটো সাংবাদিক শহিদুলকে চিকিৎসা দেয়ার নির্দেশ হাইকোর্টের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮ | ২২৬

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী ড. শহিদুল আলমের রিমান্ড বাতিল করে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার( ৭ আগস্ট) দুপুরে তার আইনজীবীরা ড. কামাল হোসেন, শহিদুল আলমের রিমান্ড বাতিল করে হাসপাতালে পাঠাতে হাইকোর্টে রিট করেন। পরে তার শারীরিক অবস্থার বিবেচনায় হাইকোর্ট রিমান্ড বাতিল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়ার নির্দেশ দেন।

এরআগে সোমবার( ৬ আগস্ট) বিকেলে ডিবি পুলিশ শহিদুল আলমকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।