পদ্মা নদীর ভাঙনে একদিনেই বিলীন ৭১ বসতভিটা!

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮ | ৫৩২

শরীয়তপুরে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে অর্ধশতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, একদিনে নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে অন্তত ৭১টি বসতভিটা এবং ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভেঙ্গে গেছে নড়িয়া উপজেলার এক কিলোমিটার পাকা সড়ক। হুমকির মুখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা বাজারসহ শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। 

গত মাসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে জাজিরা উপজেলার ৪ কিলোমিটার পাকা সড়ক। ভাঙনের কারণে দিশেহারা হয়ে বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।