আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, রোববার, ৫ আগস্ট ২০১৮ | ১৯২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। জুমার নামাজ আদায়ের সময় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের খাজা হাসান মসজিদে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। দেশটির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে আফগান পুলিশ জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজন দুইজন মসজিদের ভেতর প্রবেশ করে। এ সময় জুমার নামাজ আদায়ে মুসল্লিরা মসজিদে জড়ো হচ্ছিলেন।

এদিকে আবদুল্লাহ হজরত নামে দেশটির এক ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ৪০ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ের সময় এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর যেখানে লোকজন সমবেত হয় সেখানে হামলা চালায় দ্বিতীয় হামলাকারী।

তবে প্রাথমিকভাবে কোন সংগঠন বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।