তিন সিটি নির্বাচনের ভোটের ফলাফল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ২০৫

দেশের তিনটি সিটি কর্পেরেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে জানা গেছে ভোটের বেসরকারি ফলাফল। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন।বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয় প্রায় নিশ্চিত। প্রতিদ্বন্দ্বী প্রাথীর চেয়ে ৪,৬২৬ ভোটে এগিয়ে আছেন। স্থগিত রয়েছে দুটি কেন্দ্রের ফল। এ দুটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৪,৭৮৭।

 

বিচ্ছিন্ন গোলযোগ আর অনিয়ম হলেও ৩০ জুলাইয়ের নির্বাচনে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। তিন সিটি থেকে পাওয়া ভোটের সম্পূর্ণ ফলাফলে চোখ রাখা যাক-

রাজশাহী সিটি কর্পোরেশন

মোট কেন্দ্র: ১৩৮

প্রাপ্ত ফল : ১৩৮

মোট ভোটার : ৩,১৮,১৩৮ জন

নৌকা প্রতীকে এইচএম খায়রুজ্জামান লিট্ন: ১,৬৬, ৩৯৪ ভোট

ধানের শীষ প্রতীকে মোসাদ্দেক হোসেন বুলবুল: ৭৮,৪৯২ ভোট

* বেসরকারিভাবে মেয়র নির্বাচিত এইচএম খায়রুজ্জামান লিট্ন

বরিশাল সিটি কর্পোরেশন

মোটকেন্দ্র: ১২৩

প্রাপ্ত কেন্দ্র: ১০৭

স্থগিত: ১৬

মোট ভোটার : ২,৪২,১৬৬ জন

নৌকা প্রতীকে সেরনিয়াবদ সাদিক অাবদুল্লাহ : ১,০৭,৩৫৩ ভোট

ধানের শীষ প্রতীকে মজিবর রহমান সরওয়ার : ১৩,১৩৫ ভোট

* বেসরকারিভাবে মেয়র নির্বাচিত সেরনিয়াবদ সাদিক অাবদুল্লাহ

[ ভোটের ব্যবধান বেশি হওয়ায় স্থগিতে কেন্দ্রের ভোটের প্রয়োজন পড়বে না ]

সিলেট সিটি কর্পোরেশন

মোট কেন্দ্র: ১৩৪

প্রাপ্ত ফল: ১৩২

স্থগিত: ০২

মোট ভোটার: ৩,২১,৭৩২ জন

নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমদ কামরান: ৯০,৪৯৬ ভোট

ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী : ৮৫,৮৭০ ভোট

* আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মেয়র হিসেবে নিশ্চিত আরিফুল হক চৌধুরী

[স্থগিত দুটি কেন্দ্রের পর বিজয়ী নাম ঘোষিত হবে। দুটি কেন্দ্রের মোট ভোট ৪,৭৮৭। প্রতিদ্বন্দ্বীর চেয়ে আরিফুল হক এগিয়ে আছেন ৪,৬২৬ ভোটের ব্যবধান।]