জোরেশোরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৫৪৫

সিলেট, রাজশাহী ও বরিশালে সিটি নির্বাচনের আর ৪ দিন বাকি। শেষ মুহূর্তে জোরেশোরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সিলেটে সকালে প্রচারে নেমে দেশের প্রথম ডিজিটাল নগরী গড়ার অঙ্গীকার করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ তার। অন্যদিকে বেলা সাড়ে এগারটার দিকে নগরীর ঈদগাহ এলাকায় প্রচারে নামবেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। 

রাজশাহীতে শালবাগান এলাকায় আছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। দলীয় কর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ তার। 

নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এদিকে বরিশালে বৃষ্টির কারণে এখনো প্রচারে নামতে পারেননি কোনো প্রার্থী।