এবার ঈদে

সিয়ামের ‘দহন’ নয়; আসছে রোশানের ‘বেপরোয়া’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, বুধবার, ২৫ জুলাই ২০১৮ | ৭৯৯

'পোড়ামন ২' দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন সিয়াম-পূজা জুটি। তাদের পরবর্তী ছবি 'দহন' আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। এর বদলে ঈদে দর্শক মাতাতে আসছে ববি-রোশান অভিনীত 'বেপরোয়া'।

'দহন' এর মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে আবদুল আজিজ জানান, ছবিটিতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। ঈদের আগে ‘দহন’র শুটিং শেষ করতে পারলেও ভিএফএক্সের কাজ শেষ করা সম্ভব হবে না। শুধু ভিএফএক্স নয়, পোস্ট প্রডাকশনের আরও কাজ রয়েছে। সেগুলো করতেও সময় লাগবে। তাই ‘দহন’ সরিয়ে ‘বেপরোয়া’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিতে রোশান-ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ।