প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ১৭০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী।

দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

এর পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে। পাওয়া যাবে ওয়েবসাইটেও। গত ২ এপ্রিল শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ১১হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।

এরমধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী। এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd তে। এছাড়া মোবাইলের ম্যাসেজ অপশন থেকে hsc বা alim স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল ২০১৮ লিখে ১৬২২২ তে পাঠালে ফলাফল জানা যাবে।