ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ রোপন

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৯ পিএম, বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ৫০৯

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী উদ্দ্যোগে ৫০টি করে ফলজ বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ।

বুধবার সকালে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি নিজ হাতে দুটি ফলজ গাছ রোপন করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, বিআরডিবি ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন আকন্দ ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ উপস্থিত ছিলেন।