সর্বোচ্চ শাস্তিই পেলেন হাথুরুসিংহে-চান্দিমালরা
 
												 
																			শ্রীলঙ্কা অধিনায়ক ডিনেশ চান্দিমাল, কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং ম্যানেজার আসাকা গুরুসিংহেকে সর্বোচ্চ শাস্তিই দিলো আইসিসি। ৪ ওয়ানডে এবং ৩ টেস্টে নিষিদ্ধ করা হয়েছে তাদের তিনজনকেই।
তবে, বল টেম্পারিংয়ের জন্য নয় বরং ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করার দায়ে তাদের সাজা দেয়া হলো। সোমবার (১৬ জুলাই) আইসিসির এক প্রেসবিজ্ঞোপ্তিতে তাদের শাস্তির বিষয়টি জানানো হয়। আইসিসির আইন অনুযায়ী, এই অপরাধের জন্য এটাই সর্বোচ্চ শাস্তি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন ম্যাচের অনফিল্ড আম্পায়ার ইয়ান গোল্ড এবং আলিম দার। তাৎক্ষণিকভাবে ৫ রান জরিমানা করা হয়। আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নেয়নি শ্রীলংকানরা। ফলে তৃতীয়দিন দফায় দফায় মাঠ ছেড়ে যায় তারা। প্রথমে ৮০ মিনিট দেরীতে মাঠে আসে তারা, পরে আধঘণ্টা খেলেই আবারও ফিরে যায় ড্রেসিংরুমে।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ লঙ্কান টিমের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুই ঘণ্টা দেরি করে শেষ পর্যন্ত মাঠে নামে তারা।
ওই দিন মাঠে খেলার স্পিরিট নষ্ট করার জন্য আইসিসির চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন গত ১৯ জুন হাথুরুসিংহে, চান্ডিমাল এবং গুরুসিংহের বিরুদ্ধের লেভেল-৩, আর্টিকেল ২.৩.১ মোতাবেক অভিযোগ আনেন। গত ১১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ ঘণ্টাব্যাপী শুনানি হয়।
সোমবার ঘোষিত রায়ে তাদের ৪ ওয়ানডে এবং ৩ টেস্টে নিষিদ্ধ করা হয়। সঙ্গে প্রত্যেককে ৬ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। এনিয়ে লঙ্কান অধিনায়কের নামের পাশে যোগ হলো ১০ ডিমেরিট পয়েন্ট। এরআগে, বল টেম্পারিংয়ের দায়ে ৪ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল তাকে। আগামী ২৪ মাসের মধ্যে আর ২ ডিমেরিট পয়েন্ট যোগ হলেও ৩টি টেস্ট অথবা ৬টি সীমিত ওভারের ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।
 
                         
 
             
            