গোল্ডেন বুট, বল, গ্লাভস জিতেছেন যারা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ২১৮

ফাইনালে গ্রিজম্যান-এমবাপের দুর্দান্ত পারফর্মেন্সে চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে, হ্যারি কেইনকে ছুঁতে দরকার ছিল হ্যাটট্রিকের। লুঝনিকির মেগা ফাইনালে তা কেউ পারেনি। তাই বিশ্বকাপ অভিষেকেই গোল্ডেন বুট জিতলেন থ্রি লায়ন্স অধিনায়ক ।

অসাধারণ পার্ফরমেন্সে গোল্ডেন বল জিতে নেন লুকা মদরিচ। আর পুরো টুর্নামেন্টে বিস্ময়কর কিছু গোল সেইভ করে গোল্ডেন গ্লাভস পেলেন থিবো কোর্তোয়া । ফাইনালে ম্যান অব দি ম্যাচ আন্তোয়া গ্রিজমান। সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপ্পে।

সংখ্যাটা ছয়ই থেকে গেছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সহজ সুযোগেও জাল খুঁজে পাননি হ্যারি কেইন। তবে আগের পাঁচ ম্যাচে যা কোরেছেন তাতেই সোনার বুট-টা বাগিয়ে নিয়েছেন হ্যারি কেইন । 

প্রথম দুই ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোলে এগিয়ে যান ইংলিশ নাম্বার নাইন । রাউন্ড অব সিক্সটিনে, কলম্বিয়ার জালেও বল পাঠিয়েছেন স্পট কিকে। কোয়ার্টার ও সেমিফাইনালে, কেইন ছিলেন বড্ড বিবর্ণ।

আসরে ১৪ শটের ছয়টা অন টার্গেটে রেখেছেন কেইন। স্কোরশিটে নাম তুলেছেন ওই ছয়বার-ই। যার তিনটি স্পটকিকে। ইংলিশ অধিনায়ক সব গোল করেছেন ইনসাইড বক্সে। ডান পায়ে পাঁচটা, একটা কোরেছেন হেডে। 

গেল ২২ বছরে চ্যাম্পিয়ন দলের বাইরের খেলোয়াড়েরা জিতেছিলেন গোল্ডেন বল। এবারও সেই ধারাবাহিকতায় গোল্ডেন বল জিতলেন লুকা মডরিচ। ফাইনালে হেরেও সোনার বলই সান্ত্বনা হয়ে থাকলো ক্রোয়েশিয়ান অধিনায়কের। শর্ট লিস্টে ছিলে -এমবাপে-গ্রিজম্যান-পগবাও। তবে, ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে আনতে বড় ভূমিকা ছিল এই মিডফিল্ডের। 

সবশেষ তিন আসরের বিশ্বকাপ জয়ী গোলরক্ষকই জিতেছিল গোল্ডেন গ্লাভস। রাশিয়া বিশ্বকাপেও দেখা গেল ভিন্ন চিত্র। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হুগো লরিস নন। 

ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্য কিছু সেইভ করে সেরাদের সেরা হলেন বেলজিয়ান থিবো কোর্তোয়া। বেলজিয়ান ফুটবলের সেরা সাফল্যে গ্লাভস হাতে পোস্টের নিচে ছিলেন নির্ভতা ও আস্থার প্রতিক।