কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭
বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর নামকস্থানে শুক্রবার বিকালে বাস-ট্রাক সংঘর্ষে বাস চালক নিহত হয়েছে। নিহত আব্দুল মান্নান (৫১) রাজধানীর আমিন বাজারের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, যমুনা থেকে নদীর তীর থেকে বালু ভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর নামকস্থানে এসে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালক আব্দুল মান্নান নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এঘটনায় আহত হয় আরো ৭জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। বালু ট্রাকের উপরে কোন ঢাকনা না থাকায় বাতাসে বালু উড়ে এসে বিভিন্ন যানবাহনের চালকের চোখে মুখে পরে। দিশাহারা হয়ে পরে চালকরা। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয় যানবাহনের চালকরা।
