নাটোরে নির্খোজের ৩দিন পর

ইজি বাইক চালকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪ পিএম, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮ | ৪৬৪

নাটোর সদরের বুড়ির বটতলা এলাকার পুকুর থেকে নিখোঁজের ৩দিন পর জহির ফকির নামে এক ইজি বাইক চালকের হাতপা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহির ফকির সদর উপজেলার ছোট জংলী এলাকার মৃত জয়েন ফকিরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার ইজি বাইক চালক জহির ফকির তার ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর তিনি বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বুড়ির বটতলা এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে জহিরের পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে নাটোর সদর হাসপাতাল মর্গে প্ররণ করে।

এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ইজি বাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।