ধনবাড়ীতে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেপ্তার
 
												 
																			টাঙ্গাইলের ধনবাড়ীতে ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমান(মজনু)(২৪) কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
ধনবাড়ী থানার এস আই মোতালেব জানান, সে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের রমজান আলীর ছেলে মিজানুর রহমান (মজনু)(২৪)।পারিবারিক আদালত কর্তৃক গত ২৮ মে ১৮ ইং তারিখে মুশুদ্দি গ্রামের রমজান আলীর ছেলে মিজানুর রহমান (মজনু)(২৪) এর সাজা হয়। সি আর মামলা নং-১২৭/১৮।
সে ২ বছর পালাতক থাকার পর গতকাল (৪ জুলাই) বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার এস আই মোতালেব ও এ এস আই সাত্তার অভিযান চালিয়ে মুশুদ্দি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আসামীকে সকালেই তাকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
                         
 
             
            