অবসরের ঘোষনা দিলেন আর্জেন্টিনার লুকাস বিলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, রোববার, ১ জুলাই ২০১৮ | ২৫৬

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস বিলিয়া। গতবারের রানার্সআপ ছিল তারাই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল। বিশ্বকাপ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসর নিয়ে বিলিয়া বলেন, আপনাকে এখন সরে দাঁড়াতেই হবে কারণ এখন অন্য প্রজন্মের এগিয়ে নিয়ে যাওয়ার সময়।

বিলিয়ার কিছুক্ষণ আগেই অবসর নিয়েছেন মাসচেরানো। দলের বাজে পারফরম্যান্সে হতাশ বিলিয়াও। আমরা খুব মর্মাহত কারণ স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল। আমরা এভাবে শেষ করতে চাইনি। যারা নতুন আসবে তাদের কাজ করতে দেয়া উচিত যেখানে তারা ভালো খেলতে পারে।

২০০৯ সালে ডিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনা দলে খেলার ডাক পান বিলিয়া। দেশের হয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন তিনি। ৩২ বছর বয়স্ক এই মিলান মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ৫৮টি ম্যাচ খেলে একটি মাত্র গোল করেছেন।