জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৪৬৩

বাংলাদেশের নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে জেনারেল পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। মঙ্গলবার (২৬ জুন) সকালে গণভবনে সেনাপ্রধান  আজিজ আহমেদকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সোমবার (২৫ জুন) দুপুরে সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজ আহমেদ। এদিন সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকদের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।