আগামী ৩০ জুন নির্বাচন বাসাইল পৌরএলাকায়

কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের আগমনে প্রচার-প্রচারণায় মুখরিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮ পিএম, শনিবার, ২৩ জুন ২০১৮ | ১৯২

আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন। গত ১৫ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা জোড়ালো প্রচারণা শুরু করেছেন। এবারে বাসাইলে পৌরসভা গঠনের পর দ্বিতীয় নির্বাচন। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীরা ততই কমর বেঁধে নামছে নিজেদেরর প্রচার প্রচারণায়। নিজ নিজ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিদিন যোগ দিচ্ছেন দলীয় প্রর্থীদের পক্ষে। এসব কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সরব উপস্থিতি প্রার্থীদের প্রচারণায় দিচ্ছে নতুন গতি।

প্রতিদিন গভীর রাত পর্যন্ত প্রার্থীরা সভা সমাবেশ, কর্মী সভা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানসহ হাট-বাজারে ভোটারদের সঙ্গে কূশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন স্পটে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। হাট-বাজার, হোটেল-রেস্তোরা, পাড়া মহল্লা, রাস্তার মোড়সহ সর্বত্রই এখন নির্বাচনী গুঞ্জণ। প্রার্থীদের আমল নামা এবং নৈতিক চরিত্র, আচার-আচরণ ও যোগ্যতা নিয়ে চলছে তুমূল আলোচণা-সমালোচনার ঝড়। কেউ কেউ ইতিমধ্যে শুরু করেছে প্রার্থীর জয়-পরাজয়ের হিসাব নিকাস।

এ পৌরসভা নির্বাচনে মোট তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদন্দিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ (নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল (ধানের শীষ) ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতালীগের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু (গামছা) প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন। তারা রাত-দিন বিভিন্ন এলাকায় প্রচার ও গণসংযোগ করছেন। মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা আসনে মোট ১৪ জন ও সাধারণ (কাউন্সিলর) আসনে মোট ৩৭ জন প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগ করছেন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ছাড়াও বিভিন্ন নেতাকর্মী।

বিএনপির প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, জেলা বিএনপির সভাপতি ড.শামছুল আলম তোফা, সহ-সভাপতি জিন্না, জিয়াউল হক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ছাড়াও বিভিন্ন এলাকার নেতাকর্মী গণসংযোগ চালাচ্ছেন।

কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীর পক্ষে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক ছাড়াও বিভিন্ন এলাকার নেতাকর্মীকে গণসংযোগ করতে দেখা গেছে।

বাসাইল উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন।