টাঙ্গাইলে ‘সেবা গ্রহীতার অধিকার ও স্বাস্থ্য সেবাব্যবস্থায় জবাবদিহিতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, সোমবার, ২৮ মে ২০১৮ | ৪৫৬

টাঙ্গাইলে ‘সেবা গ্রহীতার অধিকার ও স্বাস্থ্য সেবাব্যবস্থায় জবাবদিহিতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী ও ইউনিসেফ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুুরুল আমিন। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের উপপ্রধান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান, ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে তত্তাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম মিয়া, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান প্রমুখ। এছাড়া এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।