সখীপুরে কৃতি শিক্ষার্থীদের তাসিন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৯ পিএম, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ | ৫৯০

টাঙ্গাইলের সখীপুরে তাসিন ফাইন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে স্টুডেন্ট ক্লাব আয়োজনে উপজেলার দাড়িয়াপুর আবাদী বাজারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়ার সভাপতিত্বে তাসিন ফাইন্ডেশনের চেয়ারম্যান,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী সরকার মুহাম্মদ আরিফুজ্জামান ফারুক প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

এ সময় বোয়ালী কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ, হতেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ রহিজ উদ্দিন, দাড়িয়ারপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, ছানোয়ার হোসেন মাস্টার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ক্লাব সভাপতি হাবিব শিকদার, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।