শিবগঞ্জে শ্মশান দখলের অভিযোগে উপজেলা নেতাকে হাইকোর্টে তলব
বগুড়ার শিবগঞ্জে শতবর্ষী শ্মশান দখলের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে তলব করেছেন হাইকোর্ট।
একই সাথে আগামী ২০ মে তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া কেন তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়েও তাকে ওইদিন ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রবিবার (১৩ মে) এক রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের শুনানি নিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের (এইচআরপিবি)র পক্ষে রুলের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
পরে মনজিল মোরসেদ বলেন, ‘আজ রুলের শুনানিতে আদালতকে বলেছি, প্রত্যেক নাগরিক সে হিন্দু বা মুসলিম যে ধর্মেরই হোক, তাদের শ্মশান ও কবরস্থান ধর্মীয় দিক থেকে পবিত্র স্থান।কিন্তু প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসনের সামনেই এমন জঘণ্য ঘটনা ঘটলেও কোনও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
এর প্রেক্ষিতে আদালতে শুনানি নিয়ে আজিজুল হককে তলব করেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুন একটি জাতীয় দৈনিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের বিরুদ্ধে স্থানীয় শতবর্ষী শ্মশানের জায়গা দখল করা নিয়ে খবর প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে এইচআরপিবি হাইকোর্টে রিট দায়ের করে। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের ৩১ জুলাই আদালত রুল জারি করেন।
রুল জারির পাশাপাশি আদালত এক আদেশের মাধ্যমে শ্মশান দখল ও সেখানকার নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি জেলা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
