রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে নাগরপুরে মানব বন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহা সড়কে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন মিঞা,সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ প্রমূখ।
মানব বন্ধনে বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
