টাঙ্গাইলে জেলা

ব্র্যান্ডিং কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:০৪ পিএম, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | ২০৪

কিশোর বাতায়নে জেলা ব্র্যান্ডিং এর আলোকে ‘আমার জেলা, আমার অহংকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উইকি, গুগল ও ইউটিউব এই তিন ক্যাটারিতে লেখা, ভিডিও, অডিও ও চিত্রাংকন করে কিশোর বাতায়নে পাঠায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারপর বিচারকমন্ডলীরা প্রত্যেক গ্রপ থেকে চারজনকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার প্রমুখ।

এসময় জেলা ব্র্যান্ডিং সম্পর্কে বিভিন্ন পরিকল্পনা বাস্তায়ন করার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নুরুল অমিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুসরাত ইসলাম হুমায়রা। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।