বগুড়ায় ব্যাটারিচালিত অটো রিক্সা বন্ধের দাবিতে মানববন্ধন

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৩১৭

বগুড়ায় শিশু শিক্ষার্থী সুরাইয়া তাসনিম প্রাপ্তি নিহত হওয়ার ঘটনায় অবৈধযান অটো রিক্সা বন্ধের দাবীতে শহরের সুবিল ব্রীজে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার(২৩ এপ্রিল) বগুড়া শহরের মাটিডালী-বনানী সড়কের সুবিল এলাকায় মহিলা কলেজের সামনে এ কর্মসূচি পালন করে সুবিল সেবা সংস্থা।

এতে ঐ এলাকার সুবিল উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা মানববন্ধন থেকে বগুড়া শহরে অবৈধ ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধের দাবি জানান। আর যেন কোন মায়ের বুক আর খালি না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সুবিল সেবা সংস্থার প্রধান উপদেষ্ঠা আল-রাজী জুয়েল, সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান তমাল, উপদেষ্ঠা নিশান মন্ডল, আলহাজ্ব মোকলেছুর রহমান,  অরুণ চৌধুরী, রাইজিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ইসলাম, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান মোস্তাফিজার রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল ইসলাম, সহ ভান্ডারী ও সুবিল স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, সুবিল সংস্থার সদস্য ও বৃন্দবনপাড়া এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৯ এপ্রিল সকালে বগুড়া শহরের কামারগাড়ি রেল ঘুমটির কাছে স্টেশন রোডে একটি অটোরিক্সা উল্টে যায়। এ সময় ওই রিক্সার চাকার লোহার গোল এক্সেল রিক্সা যাত্রী শিশু প্রাপ্তির মাথার পিছনে ঢুকে যায়। এতে মগজ বের হওয়াসহ প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির করুণ মৃত্যু ঘটে। এ সময় শিশুটি তার মায়ের কোলে বসে ওই রিক্সায় চেপে তিনমাথায়
নিজ বাড়িতে ফিরছিল। সে ইউনিক স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।