টাঙ্গাইলে মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:২৪ পিএম, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ৪৭৬

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরীফুল হক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ। এসময় মুজিব নগর দিবসের উপর নির্মিত এক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।