কালিহাতীতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০৫:৪২ পিএম, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ | ২৩৩

“নেশা ভূলে চল উৎসবে” এই শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল শুক্রবার বিকেল ৪ টায় কালিহাতী উৎসব কমিটির আয়োজনে ও কালিহাতী পৌর সেচ্ছাসেবকলীগের সার্বিক সহযোগীতায় এবং কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘুড়ি প্রেমিকদের অংশগ্রহনে ঘুড়ি উৎসবটি উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম এর সভাপতিত্বে ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম নূরুল আলম খসরু, কালিহাতী উৎসব কমিটির উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, কালিহাতী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অজয় কুমার দে লিটন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এন আই পলাশ সিদ্দিকী, উপজেলা পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা প্রমূখ।

ঘুড়ি উৎসবটি পরিচালনা করেন, কালিহাতী উৎসব কমিটির সভাপতি শাকিল আহমেদ খান ও সাধারন সম্পাদক বেনী মাহবুব।