আফ্রিদিকে সমর্থন করলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, সোমবার, ৯ এপ্রিল ২০১৮ | ১৯১

কাশ্মীর নিয়ে টুইট করে বেশ বিপাকেই পড়েছিলেন শহিদ আফ্রিদি। ভারতীয় ক্রিকেটারসহ বলিউড তারকা সবাই ফুঁসে উঠেছিল সাবেক পাকিস্তানি অধিনায়কের টুইটে। এবার অবশ্য সাবেক সতীর্থ শোয়েব আখতারকে পাশে পেলেন আফ্রিদি। পাকিস্তানি এই গতিতারকা মনে করেন, কাশ্মীর ইস্যুর একটি সুষ্ঠু সমাধান হওয়া উচিত।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আফ্রিদির টুইটকে অবহিত করেছেন ‘ব্যক্তিগত মতামত’ হিসেবে। পাশপাশি দুই দেশের তরুণ সমাজকেই কাশ্মীর ইস্যু নিয়ে সজাগ থাকার অনুরোধও করেছেন শোয়েব।

ভারতীয় গণমাধ্যম ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আফ্রিদি তাঁর ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। আমার মতামত হচ্ছে এই অমীমাংসিত ইস্যু নিয়ে সবারই কথা বলা উচিত। দুই দেশের তরুণরা কেন এই প্রসঙ্গে কথা বলাটা জরুরি, সেটা বুঝতে পারছে না।’

শোয়েবের মতে, ভারত ও পাকিস্তান দেশ দুটির যুবসমাজ শুধু একে অপরকে ঘৃণা করতেই ব্যস্ত। ঘৃণা না ছড়িয়ে কাশ্মীর সমস্যার সমাধানটাই কাম্য শোয়েবের, ‘আমাদের সমস্যা হচ্ছে দুই দেশের তরুণরা শুধু একে অপরকে ঘৃণাই করছে। এ সমস্যার সমাধান খুঁজছে না তারা। তারা যদি এগিয়ে না আসে, তাহলে ৭০ বছর ধরে চলতে থাকা এই সমস্যা মিটবে কীভাবে?’

কাশ্মীর সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের আকুতি জানিয়েছেন শোয়েবও। ক্রিকেট ইতিহাসের দ্রুততম এই বোলারের ভাষ্যে, ‘আর কত দিন আমাদের রক্তপাত দেখতে হবে? আমরা কি আমাদের সন্তানদেরও এমন পরিস্থিতিতে বেড়ে উঠতে দেবো? ৭০ বছর ধরেই এই সংঘর্ষ চলছে, সাধারণ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে দুই পক্ষেই।’

উল্লেখ্য, গত সপ্তাহে কাশ্মীরকে ভারতের ‘দখলাধীন’ আখ্যা দিয়ে আফ্রিদি টুইটারে লিখেছিলেন, ‘ভারতের দখলাধীন কাশ্মীরে বিরক্তিকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতা এবং নিজস্বতা নিয়ে কথা বলায় প্রাণ হারাতে হচ্ছে নিষ্পাপ মানুষদের। আমি অবাক হচ্ছি, জাতিসংঘ এখন কোথায়? কোথায়ই বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠন? তারা কি এই রক্তপাত বন্ধে কিছু করবে না?’