মায়ের কোলে স্থান পেলনা সদ্য ভুমিষ্ঠ শিশুটি

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ এএম, বুধবার, ৪ এপ্রিল ২০১৮ | ৭২৩

পাষন্ড এক মায়ের ফেলে যাওয়া সদ্য ভুমিষ্ঠ হওয়া নবজাতকটি কুকুরের মুখ থেকে রক্ষা পেল প্রাতভ্রমনকারী এক স্কুল শিক্ষক হুমাযুন কবিরের নজরে আসায়। বুধবার ভোরে পলিথিন ব্যাগে রক্তাক্ত শিশুটিকে একটি কুকুর টানাহেচড়া করছিল। পরে তিনি কুকুরটিকে তাড়িয়ে শিশুটিকে উদ্ধার করেন।বর্তমানে শিশুটি মির্জাপুর থানা হেফাজতে আছে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানী গ্রামে। পরে শিশুটি ওই গ্রামের বেনজির আহমেদের বাড়িতে সুস্থ ও নিরাপদ স্থান পায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক লোকজন শিশুটিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাতে থাকে। এ সময় অনেকে বলাবলি করছিল, ‘রাখে আল্লাহ মারে কে’।

কররা কাওয়ালজানী গ্রামের বাসিন্দা মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শরীর চর্চা শিক্ষক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা রাতে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে রাস্তার পাশে পলিথিনের ব্যাগে ফেলে রেখে যায়। শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদে রয়েছে জানিয়ে বলেন, বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ঘটনা সম্পর্কে জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।