বগুড়ায় অাওয়‌ামীলীগ কর্মী‌কে কু‌পি‌য়ে হত্যা

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৯:৫৪ এএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৪৬৬
বগুড়ার সারিয়াকান্দি উপ‌জেলায় ফজলুল হক (৬২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ এ‌প্রিল) রাতে উপজেলার হাসনারপাড়া গ্রা‌মের উত্তর পাশে যমুনা নদীর দূর্গম চরাঞ্চ‌লে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর দীঘাপাড়ার মৃত কিয়াস উদ্দিনের ছেলে কৃষক ফজলুল হক আওয়ামী লীগের রাজনীতি করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি সারিয়াকান্দি বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন।তিনি হাসনারপাড়া গ্রা‌মের উত্তর পাশে যমুনা নদীর চরে পৌঁছিলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।
 
তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।পথচারীরা টের পেয়ে তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে রাত পৌণে ১০টার দিকে তিনি মারা যান।
 
সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান,ফজলুল হক আওয়ামী লীগের রাজনীতি করতেন।খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করতে যায়। হত্যার কারণ তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।লাশ মর্গে পাঠানো হ‌য়ে‌ছে।