আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, শনিবার, ২৪ মার্চ ২০১৮ | ৩২৪

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেছেন, “ আলোকিত মানুষ হতে হলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বেশী বেশী বই পড়তে হবে। বর্তমানে ছেলে মেয়েদের বই পড়ার প্রতি আগ্রহ খুবই কম। বই না পড়ে জীবনে কেউ জ্ঞানী হতে পারে না।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ২৪ মার্চ শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমরা যারা সরকারি উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছি সকলে বই পড়েই এ পর্যন্ত এসেছি। বই না পড়ে কেউ ই জীবনের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে না । ছেলে মেয়েরা যত বেশী বই পড়বে তত বেশী জ্ঞানার্জন করবে। তাই সন্তানদেরকে বই পড়ার প্রতি উৎসাহ প্রদান করার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বই মেলা উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।