মির্জাপুরে পিএইচডির অর্ধ বার্ষিকী অবহিতকরন সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | ৫৭৫

টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারী সংস্থা পিএইচডির অর্ধ বার্ষিকী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামুর্কীস্থ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাতের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ডা. আরিফ হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মহেড়া ্ইউপি চেয়ারম্যান বাদসা মিয়া, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজাউল করিম জরিপ প্রমুখ।

পিএইচডির টাঙ্গাইল জেলার উপ সমন্বয়কারী আরিফুল ইসলাম গত ছয় মাসে মির্জাপুরে তাদের কার্যক্রমের চিত্র তুলে ধরে একটি স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

শামসুল ইসলাম সহিদ/এইচএইচ