নেপাল যাচ্ছে ১২ জন চিকিৎসক ও ২ জন সিআইডি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | ৫৫৯

ইউএস-বাংলা বিমান দুর্ঘটনার বিষয়ে সার্বিক পরিস্থিতি জানতে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের সরকারি মেডিকেল টিমের ১২ সদস্য ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির দুই সদস্য।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটে করে তারা যাত্রা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিএনএ নমুনা সংগ্রহ, ময়নাতদন্ত, আহতাবস্থায় চিকিৎসাধীনদের দেখতে ও তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এই টিমকে পাঠানো হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ টিমে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. রাজিব আহমেদ, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমামসহ ছয়জন।

আর সিআইডির দুই কর্মকর্তা হলেন এএসপি (ক্রাইম সিন) আবদুস সালাম ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।

এমএমআর