নাগরপুরে শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪২ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৫২২

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপি উপজেলা শিক্ষা প্রশাসন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা ক্যাম্পাস থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে পরিষদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

বিশেষ অতিথি ছিলেন, এমপি পত্মী মমতাজ খন্দকার, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।