মাভাবিপ্রবিতে বিজিই বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের প্রশ্নের জরিপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৬ পিএম, শুক্রবার, ২ মার্চ ২০১৮ | ২৫৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের প্রশ্নের জড়িপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মিলনমেলার তৈরি হয়। কর্মশালার মাঝে প্রাক্তন শিক্ষার্থীদের বিভাগ এবং বিশ^বিদ্যালয় বিষয়ক প্রশ্নের জরিপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স শেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাসুদুর রহমান, বিভাগের শিক্ষক ড. মোঃ ইমাম হোসেন, ড. এ.কে.এম. কাদেরী কিবরিয়া, ফাতেমা তুজ জোহরাসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। কর্মশালার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর শিবলী।