নাগরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চাপায় বৃদ্ধের মৃত্য

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬৯

টাঙ্গাইলের নাগরপুরে রাস্তা পার হতে গিয়ে সিএনজি চালিত অটো রিক্সার চাপায় এক বৃদ্ধ ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ভালকুটিয়া নামক স্থানে। নিহত ব্যাক্তির নাম মোঃ আব্বাস শেখ (৭০)।

সে উপজেলার ভালকুটিয়া গ্রামের হলই শেখের পুত্র। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ভালকুটিয়া গ্রামের মৃত হলই শেখের পুত্র মোঃ আব্বাস শেখ ব্যাক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে উঠে। সে এদিক-ওদিক না দেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অচমকা নাগরপুর দিক থেকে আসা ধুবরিয়াগামী যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটো রিক্সা (নং টাঙ্গাইল থ ১১-৩২০৫) তাকে চাপা দেয়। এতে মোঃ আব্বাস শেখ গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় আব্বাস শেখকে স্থানীয়রা প্রথমে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনায় কবলিত সিএনজি চালিত অটো রিক্সাটি পুলিশ জব্দ করেছে।