কালিহাতীতে তুলার গুদামে আগুন!! অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে তুলার গুদামে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বাংড়া গ্রামের অহিদ মোল্লা (৩৫) এর তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারন জানা যায়নি।
কালিহাতী থানার এস আই ছানোয়ার হোসেন জানায়, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বাংড়া গ্রামের অহিদ মোল্লার তুলার গুদামে আগুন লাগলে মূহুর্তের মধ্যে পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কর্মচারী নুরুল ইসলামের ছেলে রাব্বি (৭) নামের এক শিশু গুদামে ঘুমিয়ে ছিল। আগুন লাগার পরে শিশুটিকে বের করা সম্ভব হয়নি। পরে অগ্নিদগ্ধ হয়ে শিশুটি প্রান হারায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুভ্র মজুমদার/এইচএইচ
