ঈদে সদরঘাট লঞ্চ টার্মিনালে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, বুধবার, ২৩ আগস্ট ২০১৭ | ৬১০
ফাইল ছবি। -আলোকিতপ্রজন্ম.কম

ঈদ যতো কাছে আসছে ততোই ভিড় বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর তাই এবার ঈদে ঘরমুখো মানুষদের জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সরব অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

ঘরমুখো মানুষের নিরাপত্তার স্বার্থে সদরঘাট লঞ্চ টার্মিনালে থাকবে কয়েকস্তরে নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

বিআইডব্লিউটিএ'র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার স্বার্থে কয়েকটি স্তরে নিরাপত্তা দেয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), কোস্টগার্ড, র্যাব, আনসার বাহিনী, বিআইডব্লিউটিএ'র নিজস্ব ডুবরী দল, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং নৌ-নিরাপত্তার ক্যাডেট দল কাজ করবে।

জয়নাল আবেদীন আরো বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের যাতে কোনোভাবে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে সে দিকে বিশেষ নজর রাখছি আমরা। কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সদরঘাটের ১৪টি প্রবেশপথে মোট ২৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য চার হাজার ২০০ বর্গফুট পার্কিং স্পেস করা হয়েছে।