সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৬২৩

টাঙ্গাইলের সখীপুরে লিপি আক্তার (৩০) নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের নামদারপুর গ্রামের স্বামীর বাড়ির বসত ঘরে ধর্নার সঙ্গে নাইলনের রশিতে ঝুলে আত্মহত্যা করে গৃহবধূ লিপি। তার স্বামীর নাম সোহেল রানা।

ওই দম্পতির অলিদ নামের ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে। রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পূর্বে আত্মহননের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।