টাঙ্গাইলে কৃষি জমি বেদখল ও প্রাণ নাশের ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ | ১৩৯
টাঙ্গাইলের নাগরপুরে কৃষিজমি জোরপূর্বক বেদখল, হয়রানিমূলক কার্যক্রম ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। 
 
সোমবার (৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিজানুর রহমান। তিনি বলেন,আমার জমি সংক্রান্ত ব্যাপারে প্রায় তিন মাস আগে বারাপুষা মৌজায় ৪১৬ দাগের ১৯ শতাংশ এবং ৫০২ দাগের ১১ শতাংশ জমিতে চাষকৃত ধৈনচা ক্ষেতে বিবাদী বেকড়া ইউনিয়নের সাবেক বিএনপি'র চেয়ারম্যান (১) আব্দুল বারেক, পিতা- নরু সরকার, (২) বাকি, পিতা- নরু সরকার, (৩) রানা, পিতা- আবুল, সর্ব সাকিন- বারাপুষা। এই তিন জন মিলে জোরপূর্বকভাবে চাষকৃত জমি দখল করে নেয়। বর্তমানে তারা জমিতে সরিষা ও ভুট্টা চাষ করছে। ৪১৬ দাগের মোট জমি ৩৯ শতাংশ তার ১৯ শতাংশ আমার পিতা মোকছেদ আলী প্রায় ৪৫ বছর আগে মফিজ উদ্দিন-এর নিট হতে কিনে নেয়। জমি রেজিষ্ট্রি করে দিবে বলে জানায় কিন্তু দীর্ঘদিন হয়ে গেলো তিনি আর সেজিস্ট্রি করে দেয় না। দীর্ঘ দিন পরে মফিজ উদ্দিনের ভাই আফাজ উদ্দিনের মেয়ের জামাই আব্দুল বারেক বাকি এবং তাদের ভাতিজা রানা মিলে জমি দখল করে এবং তারা ৫০২ দাগের মোট জায়গা ৪৪ শতাংশের মধ্যে ১১ শতাংশ আমার দাদীর নামে রেকর্ড আছে। কিন্তু তারা ভুয়া কাগজ তৈরি করে আমার বাবার ও আমার স্বাক্ষর জাল করে খানায় একটি ভূয়া মামলা করে। পরে আমারা জানতে পারি আমার ও আমার বাবার নামে ৮ লক্ষ ৮৩ হাজার টাকা অর্থ আত্মসাতের মামলা হয়েছে। পরে থানায় গেলে পুলিশ সদস্য আমাদের জানায় আপনারা এলাকায় বসে বিষয়টি মিমাংসা করেন। কিন্তু তারা এ পর্যন্ত আমাদের সাথে কোন বসার সুযোগ দেয় নাই। এমতাবস্থায় আমার ভূমি যাহাতে বেদখল করতে না পরে বা আমাদেরকে কোন প্রকার মিথ্যা মোকদ্দমার মাধ্যমে হয়রানি ও ভয়ভীতি দেখাতে না পারে এজন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।
 
এসময় আরও উপস্থিত ছিলেন,  মোকছেদ আলী,ছোরহাব,হাজী তোফাজ্জল হোসেন,আব্দুল গণি মিয়া,মো.জাহাঙ্গীর হোসেন।