সমাবেশস্থলের কাছাকাছি তারেক রহমান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৮৪

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অপেক্ষমাণ নেতাকর্মীদের কাছে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জমায়েত হয়েছেন তারা। এখন সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছেছেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এখন বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে রয়েছেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে শাহজালাল বিমানবন্দরে উপস্থিত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ বিএনপির শীর্ষ নেতারা। সেখানে দলের নেতাদের সঙ্গে আলিঙ্গন করেছেন তিনি। এসময় ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নেতাকর্মী এরইমধ্যে জড়ো হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মিছিল সহকারে সংবর্ধনাস্থলে জড়ো হতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, অনেকেই একদিন আগেই সংবর্ধনাস্থলে এসে হাজির হয়েছেন। সংবর্ধনাস্থলের সামনের সারিতে জায়গা ধরার জন্য তারা গতরাত থেকে সেখানে রাত্রিযাপন করেন। আবার ভোর থেকে কুড়িলের ৩০০ ফিট সড়ক ধরে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন। নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশস্থলে আসছেন।

এ সময় তারা 'লিডার আসছে' 'খালেদা জিয়া, জিয়া খালেদা', ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, 'তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে'সহ নানা স্লোগান দিচ্ছেন।

রাজধানীর কুড়িলের সড়ক থেকে শুরু করে 'জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে' (৩০০ ফিট সড়ক) সড়কে গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা রয়েছে- ‘জনাব তারেক রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’। মঞ্চে দলের শীর্ষ নেতাদের জন্য চেয়ার রাখা হয়েছে। মঞ্চের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চের সামনে থেকে শুরু করে পুরো সড়কজুড়ে রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের মঞ্চ। মঞ্চে আসন পাবেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সুত্র:বণিক বার্তা