মেট্রোস্টেশনে প্রবেশের পর ভ্রমণ না করলেও গুনতে হবে ১০০ টাকা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | ৫০

ভ্রমণের উদ্দেশ্যে ছাড়া কেউ মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে তার ‘র‌্যাপিড পাস’ থেকে ১০০ টাকা কেটে নেয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এখন থেকে যাত্রা না করেই কনকোর্স এলাকায় প্রবেশ করা যাবে না। কেউ যদি র‌্যাপিড পাস স্ক্যান করে প্রবেশ করেন, তবে সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে।

ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ম ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এর আগে যাত্রা না করেও যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থান করার সুযোগ ছিল, এবং সে ক্ষেত্রে কোনো অর্থ কাটা হতো না।

সুত্র:বাসস