মির্জাপুরে সেফ রোড ফর উইমেন্স এ্যান্ড গার্লস প্রজেক্টের উদ্বোধন


টাঙ্গাইলের মির্জাপুরে ব্র্যাকের সেফ রোড ফর উইমেন্স এ্যান্ড গার্লস প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হযরত আলী মিঞা,আনোয়ার হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজর প্রবীর চৌধুরী, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সামাজসেবা অফিসার খাইরুল ইসলাম, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার খাইরুজ্জামান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আলো রানী বিশ্বাস প্রমুখ।
পরে প্রকল্পের উদ্বোধন উপলক্ষে একটি পদযাত্রা বের করা হয়।