মাভাবিপ্রবি রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে।
বুধবার (২৪) সেপ্টেম্বর রেজিস্ট্রারের পক্ষে এক স্বাক্ষরিত চিঠিতে সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারে দায়িত্ব প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ্য করা হয়, অদ্য ২৪ সেপ্টেম্বর উদ্ভত জরুরী পরিস্থিতিতে সকল ডিন,চেয়ারম্যান, প্রভোস্ট ও অফিস প্রধানদের উপস্থিতিতে আলোচনাক্রমে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১ এর (১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরতি রাখা হল। আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারে দায়িত্ব প্রদান করা হল।
উল্লেখ্য, টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে উপাচার্যের কাছে দুই দফা দাবি উপস্থাপন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের জন্য তদন্ত কমিটি গঠন এবং বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের রূপরেখা ঘোষণা করা।