এশিয়া কাপের মূল পর্বে উঠে মেয়েদের ইতিহাস

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পিএম, বুধবার, ২ জুলাই ২০২৫ | ৭৯

ঋতুপর্ণার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের আসরে খেলা নিশ্চিত করেছে মেয়েরা। ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলেছিল। নারী ফুটবলে কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন মূল পর্বে খেলবে। সবার আগে মূল পর্বের টিকিট পেল বাংলাদেশ। বাংলাদেশ দুই ম্যাচ শেষে সি গ্রুপে শীর্ষে রয়েছে। ইয়াঙ্গুনে আজ বুধবার পরের ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করার পরই নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশ যাচ্ছে মূল পর্বে। মিয়ানমার শেষ ম্যাচে বাহরাইনকে হারালেও বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে। হেড টু হেড আগে বিবেচনায় বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নিশ্চিত। তাই মূল পর্বের টিকিট পেলেন ঋতুপর্ণা, আফঈদারা।

২০১৮ সালের ৮ নভেম্বর অলিম্পিক বাছাইপর্বে এই মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ তাদেরই হারাল বাংলাদেশ। এটা বাংলাদেশের নারী ফুটবলের উন্নতির কথাই বলে দিচ্ছে। মিয়ানমার বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে রয়েছে ৫৫ নম্বরে, আর বাংলাদেশ ১২৮ নম্বরে। কিন্তু এই র‍্যাংকিং যে শুধুই একটা সংখ্যা, সেটা প্রমাণ করে দিল আফঈদা খন্দকারের দল।