নাগরপুরে ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা


টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী ধুবড়িয়া প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে কোহিনুর স্পোটিং ক্লাব ও ধুবড়িয়া গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া, মানিকগঞ্জ বনাম এস এম নূরুল হুদা স্মৃতি সংঘ তেবাড়িয়া, নাগরপুর, টাঙ্গাইল।
প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আহŸায়ক মো: জাহিদুর রহিম কালুর সভাপতিত্তে¡ ও যুগ্ন আহŸায়ক শাহাবুল আলম দুলালের সঞ্চালনায় খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রগতির সাবেক একাউন্টিং ম্যানেজিং ডাইরেক্টর এম এইচ খান বাদল, সিটি কর্পোরেশনের সিবিএ নেতা আহম্মেদ হোসেন খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন খান।
৭০মিনিট ফুটবল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া বনাম এস এম নূরুল হুদা স্মৃতি সংঘ তেবাড়িয়া কোন পক্ষই গোল করতে পারেনি। পরে খেলাটি কমিটি ও রেফারির স্বমন্নয়ে ট্রাইব্রেকারে সাটুরিয়া-০৪ ও তেবাড়িয়া-০৩ গোলে সমাপ্ত হয়ে ধুবড়িয়া প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া চ্যাম্পিয়ন হয়।
খেলায় অতিথিদের হাত থেকে বিজয় ট্রফি গ্রহণ করেন বিজয়ী দলের খেলোয়াররা। ফাইনাল খেলাটি উপভোগ করতে আশেপাশে কয়েকটি উপজেলা প্রায় কয়েক হাজার নারী-পুরুষ মাঠের চারপাশে অবস্থান করে। মাঠে ভলানটিয়ারদের টি-শার্ট স্পন্সর করেন সামাজিক সংগঠন ধুবড়িয়া ব্রার্দাস।