বাতিঘর আদর্শ পাঠাগারের সেরা পাঠকদের সনদপত্র ও পুরস্কার বিতরণ


জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২জুন) সকালে বাতিঘর আদর্শ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের এই গ্রন্থপাঠ কার্যক্রমে দেশের ৪০টি বেসরকারি গ্রন্থাগার থেকে প্রতিটি থেকে ১০ জন করে মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বাতিঘর আদর্শ পাঠাগারের স্কুল পর্যায়ের পাঠক ফাওজিয়াহ হক জিনাত সেরা দশের মধ্যে ২য় স্থান অর্জন করেন। তিনি পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা নগদ অর্থ, ৫,০০০ টাকা সমমূল্যের বই এবং সনদপত্র লাভ করেন। এছাড়াও গ্রন্থাগার থেকে অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থী সনদপত্র পেয়েছেন।
গজারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলীম আল রাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, সদস্য রিপন মিয়া, মোঃ আল-আমিন প্রমুখ।
পাঠাগারের গ্রন্থাগারিক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য মনসুর হেলাল এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত।
উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।